আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করল অনলাইন প্রোটকলের আইপিটিভি সিটিজি টিভি চ্যানেল।
নিউজ ডেক্স
আপডেট: ২০২১-০৯-০১ , ১০:৫৫ পিএম
আজ বুধবার পহেলা সেপ্টেম্বর চেয়ারম্যান আবিদা সুলতানা অভি এর আইপিটিভি সিটিজি টিভির রেজিষ্ট্রেশন পেয়েছে। যার নাম্বার C173493 । চ্যানেল এর চেয়ারম্যান আবিদা সুলতানা অভি সবার কাছে দোয়া চেয়েছেন যেনো এই চ্যানেল সবাই দেখতে পায়। তিনি বলেন, খুব শীঘ্রই আমরা স্যাটেলাইট চ্যানেলে যুক্ত হবো ইনশাল্লাহ। বিশেষ এই দিনটি উপলক্ষ্যে আবিদা সুলতানা অভির মা তাকে মিষ্টি খাবান । তিনি চ্যানেল এর উত্তর উত্তর উন্নতি কামনা করেন।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭