সিটিজি ক্রাইম টিভিতে বিশেষ প্রতিনিধি ও দৈনিক আই বার্তায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মোঃ রাকিব হোসেন রানা ।
নিউজ ডেক্স
আপডেট: ২০২১-১২-০৯ , ০৮:০৫ পিএম
বিস্তারিত ডেস্ক রিপোর্ট এ
আজ বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকাল ১১টায় সিটিজি ক্রাইম টিভির হেড অফিসে চেয়ারম্যান আজগর আলী মানিকের পক্ষ থেকে চেয়ারম্যানের সাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন সিটিজি ক্রাইম টিভির বার্তা সম্পাদক। এ সময় জাতীয় দৈনিক আই বার্তায়ও তাকে নিয়োগ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির কর্মরত সাংবাদিকবৃন্দ। আজগর আলী মানিক তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন এবং শৃঙ্খলা মেধা ও সততার সাথে কাজ করে যাওয়ার আহবান জানান। মোঃ রাকিব হোসেন রানা বলেন, আমি দৈনিক আই বার্তা সহ সিটিজি ক্রাইম টিভির মত স্বনামধন্য প্রতিষ্ঠানের নিয়োগপত্র ও আইডি কার্ড পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আমি শপথ করে বলতে পারি ভবিষ্যতে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং কোনো অপশক্তির সাথে নিজেকে কখনো আপোষ করবো না। তিনি পেশাগত দায়িত্ব পালনে সবার ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭