চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন দ্বীপ চরতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন গংদের জমিতে জোরপূর্বক দখলের অভিযোগ । আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের।
নিউজ ডেক্স
আপডেট: ২০২১-১২-১৮ , ০৬:৫৪ পিএম
বিস্তারিত ডেস্ক রিপোর্ট এ
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা মৌজার আর এস ২৩৫ নং খতিয়ানের ৩৬০ নং দাগের বিএস ১৩৪ নং খতিয়ানের ১১৯৩ দাগের ৮ শতক নাল জমির মূল মালিক মৃত নুর সুবহানের ছেলে দেলোয়ার হোসেন, মৃত মোঃ ইউনুচ এর ছেলে মোঃ আবুল কালাম, মৃত বশির আহাম্মদ এর ছেলে মোহাম্মদ আইয়ুব আনসারী এবং মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মাহফুজ আহমেদ । তাদের সর্বসাং দ্বীপ চরতী , ১ নং ওয়ার্ড, পোস্ট অফিস দুরদুরী, সাতকানিয়া, চট্টগ্রাম। কিন্তু একই ইউনিয়নের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মনজুর আহমদ(৬৫) ও মৃত মুর্শিদ আহমদের ছেলে মোহাম্মদ আইয়ুব নাসের(৫০) জোরপূর্বক ওই জমি জবর দখল করার চেষ্টা করে যাচ্ছে এবং বাদীগণের বাড়িঘর ভাঙচুর করে বিরাট ক্ষতি সাধন করেছে। এমতাবস্থায় ভুক্তভোগীরা বাধ্য হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম দক্ষিণ এর বরাবর গত ১৬ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারামতে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ১১০১/২০২১ইং। মামলাটির তদন্ত করছেন এসআই জাহাঙ্গীর। তথ্যসূত্রে জানা যায় , উক্ত তফসিলভুক্ত জমির মূল মালিক ভুক্তভোগী মামলা দায়েরকারীগণ। তারা তাদের জমির খাজনাদী নিয়মিত পরিশোধ করেছেন এবং দলিল পর্চা সমূহ মোতাবেক তারাই জমির মালিক। এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান উক্ত বিষয়ে মামলার বিবাদী আইয়ুব না স্যারের কাছে জানতে চাইলে বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭