নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১২-২৯ , ১০:২০ এএম
মোঃ নাহিদুল ইসলাম সেনবাগ প্রতিনিধি
নোয়াখালী সেনবাগ উপজেলার ০১নং ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়ার আবদুল মালেক মঞ্জিল এর ছাদের উপর স্থাপিত গ্রামীণ ফোনের একটি টাওয়ার এর ইঞ্জিন রুম হইতে ৪৮ ভোল্টের ০৪টি ব্যাটারী চুরি সংক্রান্তে সেনবাগ থানায় মামলা রুজু হইলে অফিসার ইনচার্জ , ইকবাল হোসেন এর দিক-নির্দেশনায় এস আই বদিউল আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানা পুলিশের সহায়তায় তুমরিয়া বাজার এলাকা হইতে চোর চক্রের সদস্য ১) মো: রুবেল হোসেন (২৫), ২) আবুল আনছার (২৫), ২) হাবিবুল বাশার আরমান (২২)’গণকে গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, ৪৮ ভোল্টের ০৪টি ব্যাটারী, চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আসামীগণ পেশাদার চোর চক্রের সদস্য। ইতিপূর্বে আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে হালিশহর থানায় চুরির মামলা রয়েছে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭