সুষ্ঠ ও নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে - নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম
নিউজ ডেক্স
আপডেট: ২০২২-০১-২৬ , ০৭:০৩ পিএম
সুষ্ঠ ও নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে - নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম মো: ওমর ফারুক পাভেল/গাইবান্ধা জেলা প্রতিনিধি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। জেলা প্রশাসক মো: অলিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু খায়ের, জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মোত্তালিব ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: রোকসানা বেগম সহ অন্যান্য কর্মকর্তা গণ। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, আগামী ৩১ শে জানুয়ারী সারাদেশে ২শ ৭৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। তিনি বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব সহায়তা করবে। তিনি আরও বলেন, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হলে জাল ভোট দেয়ার সুযোগ থাকবে না। এজন্য ২৯ শে জানুয়ারী কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের জনসচেতনতা সৃষ্টি ও ইভিএম ব্যবহার সর্ম্পকে ধারনা প্রদান করা হবে। তিনি আরও উল্লেখ করেন আগামী শুক্রবার মসজিদে মসজিদে খুৎবার পূর্বে এবং বিভিন্ন উপসানলয়ে ইভিএম ব্যবহার সর্ম্পকে জনসচেনতা সৃষ্টি করতে পদক্ষেপ নেয়া হয়েছে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭