রানে ফিরতে কোহলির যা করা উচিত!
নিউজ ডেস্ক
আপডেট: ২০২২-০২-১৮ , ১০:৫৭ এএম
চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে প্রসঙ্গ ধরে ভারতীয় সংবাদমাধ্যমকে জাফের বলেন, ‘আমি মনে করি কোহলি কঠিন পরিশ্রম করছে, যেমনটি আগেও করেছে। প্রত্যেক ক্রিকেটারই এমন একটা ধাপের মধ্যে দিয়ে যায় যেখানে রান পাওয়া দুরূহ হয়ে পড়ে। যদিও তার চেষ্টা থাকে সর্বোচ্চ। বিরাট কোহলির উচিত ধৈর্য দেখানো। একবার যদি ও বাধা ভাঙতে পারে তবে ধারাবাহিকতাও আসবে।’
২০১৯ সালের ২২ নভেম্বর শেষবার সেঞ্চুরির দেখা পান কোহলি। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের পর রান পাননি এমন না, কিন্তু ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক যে সাতাশ মাস ধরে সেঞ্চুরি খরায় ভুগছেন! তাই চারদিকে কোহলি যুগের সমাপ্তি নিয়েও কথা উঠছে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭