নিউজ ডেস্ক
আপডেট: ২০২২-০৩-০৩ , ০৯:৪০ পিএম
মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়। ৩ মার্চ বৃহস্পতিবার বিকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, পীরগঞ্জ সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহেদা শাজনাজ, সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রীতি গাঙ্গুলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা প্রমুখ। এ সময় জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, অংশগ্রনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে জেলার বিভিন্ন উপজেলার স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭