নিউজ ডেস্ক
আপডেট: ২০২২-০৩-১০ , ০৯:৪২ পিএম
এস এম মিলন স্টাফ রিপোর্টার :
নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর গ্রামের রবিউল শিকদার এর ছেলে প্রিন্স শিকদার (২৫) ও একই গ্রামের সাখাওত শেখ এর ছেলে মামুন শেখ (৩০) কে ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের সহকারী উপ-পরির্দশক (এ এসআই) আনিসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেপার সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে দুই মাদক কারবারী পিন্স ও মামুন কে আটক করে পুলিশ। পরে আসামী প্রিন্সের পকেট থেকে এবং মামুন এর লুঙ্গি থেকে মোট ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালাতে সোপর্দ করা হয়েছে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭