নিউজ ডেস্ক
আপডেট: ২০২২-০৩-২১ , ০২:১০ পিএম
কুতুবদিয়া কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়ায় সম্পত্তির জের ধরে আনোয়ার আলম নামে এক বৃদ্ধকে নামাজ পড়া অবস্থায় মারধর করেছে প্রতিপক্ষ। রবিবার (২০ মার্চ) সাড়ে চারটার দিকে উত্তর ধূরুং তেলিয়াকাটা ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ভোক্তাভোগী পরিবার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার ও স্থানীয়সূত্রে জানা যায়, সম্পত্তির বি.এস রেকর্ডীয় মালিক বৃদ্ধ আনোয়ার আলমের পিতা মৃত আমির হামজা। অভিযুক্তরা দীর্ঘদিন পর্যন্ত জোর পূর্বক দখল করতে হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় সাড়ে চারটার দিকে তেলিয়াকাটা জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় শফি উদ্দীন,আলাউদ্দিন, খোরশেদ আলম, নেজাম উদ্দীন, রফিক উদ্দীন মোরশেদ আলম,রৌশন আরা দা,লোহার রড,লোহার হাতুড়ি, লাঠি নিয়ে বৃদ্ধ আনোয়ারকে মারধর এবং কুপিয়ে গুরতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরতর হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে অভিযুক্তদের ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭