নিউজ ডেস্ক
আপডেট: ২০২২-০৩-৩১ , ০৮:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক ঃ সমির মন্ডল
২৭.৩.২০২২ তারিখে প্রথম মিটিংয়ে অংশগ্রহণ করেন।তারপর স্কুলের সব কক্ষ পরির্দশন করে দেখতে পান ক্লাস কক্ষে ফ্যানের সমস্যা, এই সমস্যা দেখে প্রথম দিনিই ৮ টি ফ্যানের ব্যবস্থা করে দেয়, ও একটি ডিপটিউওবল স্থাপন করার কথাও বলছে।তিনি আরও বলেন বিদ্যালয় গৃহ,রাস্তা নির্মান,পরিবেশ পরিচ্ছন্ন রাখা সহ অন্যান কাজে সাহায্যে ও সহযোগিতা প্রদান করবেন ও বিদ্যালয়ে গমনপযোগি সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি,উপস্থিতি নিশ্চিত করতে হবে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭