সোহেল রানা
আপডেট: ২০২১-০৮-২৯ , ০৮:২০ পিএম
আলহাজ্ব ফজলুল করিম সিকদার।
সোহেল রানা বিশেষ প্রতিনিধি
৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত প্রাপ্তন সফল চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সিকদার কয়েকদিন দরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এলাকাবাসী থেকে।তিনি যেন সুস্থ হয়ে আবার ও ফিরে আসে সবার মাঝে তার জন্য দোয়া মাহফিলও করেছে তার নেতা কর্মীরা।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭