নিউজ ডেক্স
আপডেট: ২০২২-০৪-১৮ , ০৭:০২ পিএম
হীরু চৌধুরী
কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের আব্দুল রশিদ হাজির পাড়া এলাকার আমিন উল্লাহর ছেলে রেজাউল করিম রাজু'র শশুর বাড়িতে পৌছলে রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মারধর করে নগদ টাকা পয়সা, মোবাইল সেট ও মোটরসাইকেল লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, কৈয়ারবিল ইউনিয়নে ২নং ওয়ার্ডে শশুর বাড়িতে সকাল ১০ টায় রেজাউল করিম রাজু পৌঁছলে একই গ্রামের নুর আহমেদের ছেলে নুরুল আলমের নেতৃত্বে একদল ভারাটে সন্ত্রাসী বাহিনীর হাতে হামলার শিকার হয় ।
এসময় আহত হয়,
আহতরা অভিযোগ করে বলেন, রাজু থাকা নগদ তিন লক্ষ টাকা, মোবাইল সেট ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায় এবং পরিবারের অধিকাংশ সদস্যদের বেধড়ক পিটিয়ে জখম করে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭