নিউজ ডেক্স
আপডেট: ২০২২-০৪-১৯ , ০৭:০৬ পিএম
মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ইট ভাটার চাঞ্চল্যকর মোজ্জম্মেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যককে ১ হাজার টাকা করে জরিমানা করে এবং ৩ জনকে খালাস প্রদান করে রায় ঘোষণা করা হয়। ১৯ এপ্রিল মঙ্গলবার এ রায় প্রদান করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন। যাবজ্জীবন সাজা প্রাপ্ত ৫ জন হলেন, নজরুল ইসলাম, কফিল উদ্দীন, ইউনুস আলী, আব্দুল জলিল ও সিকান্দার আলী। এর মধ্যে নজরুল ইসলাম ও সিকান্দার আলী ২ জনেই পলাতক রয়েছেন। আদালত অপর তিন আসামী- খলিলুর রহমান, তোফাজ্জল হোসেন, মজিবর রহমানকে খালাস প্রদান করেন।
২০১০ সালের ১৪ মার্চ বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর নাতপাড়া ভুট্টা ক্ষেতে একটি মস্তকবিহীন লাশ পাওয়া গেলে বালিয়াডাঙ্গি থানার এস আই মোঃ আতিকুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। যার তদন্তভার একই থানার অপর এস আই মোঃ আতিকুল ইসলাম এর উপর অর্পিত হলে তিনি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলে গ্রেফতারকৃত আসামীর বর্ণনা মতে একটি ইট ভাটা হতে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেন। পরবর্তীতে মামলার তদন্তভার এস আই মোঃ ফরহাদ আলীর উপর অর্পিত হলে তিনি ৮ জনকে আসামী করে মামলার চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে জেলা সিআইডি'র পরিদর্শক মোঃ মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে ৮ জনকে প্রাথমিক ভাবে দোষী করে পুনঃ চার্জশিট দাখিল করেন। তদন্তকালে অভিযুক্ত ইউনুস আলী, আব্দুল জলিল ও কফিল উদ্দীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি অনুসারে হত্যার পরে ঘটনাটি ভিন্ন খাতে ধাবিত করার জন্য মোজাম্মেলের কর্তনকৃত মাথা ইট ভাটার জলন্ত চুলায় ঢুকানো হয়। এই মামলায় রাস্ট্রপক্ষে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল হামিদ রায়ে সন্তোষ প্রকাশ করেন ।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭