নিউজ ডেক্স
আপডেট: ২০২২-০৪-১৯ , ০৭:০৮ পিএম
মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার ৫০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ডু সামথিং ফাউন্ডেশন। ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৫নং বালিয়া ইউনিয়নের ভুল্লী টু লক্ষীর হাট রাস্তা সংলগ্ন বদিউলের চাতালে ১০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনটি।
উপহার সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে রয়েছে চাল ২০ কেজি, চিনি ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, পোলাও চাল এক কেজি, ছোলা দুই কেজি, মুড়ি দুই কেজি, দুধ এক প্যাকেট, ডাল ২ কেজি, সেমাই এক কেজি, লবণ এক কেজি, গুঁড়া মরিচ ৪০০ গ্রাম, হলুদ গুঁড়া ৪০০ গ্রাম ও সাবান ৩ পিস।
খাদ্য উপহার সামগ্রী বিরতণকালে ডু সামথিং ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম বাবু, সহ স্বেচ্ছাসেবক মাহবুব আলম, স্থানীয় স্বেচ্ছাসেবক ডাঃ মোস্তাফিজুর রহমান লিটন, ইউপি সদস্য আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
ডু সামথিং ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম বাবু বলেন, খাবার প্যাকেজ এমনভাবে সাজানো হয়েছে যেন পুরো রোজার মাসে একটা পরিবারকে আর খাবার নিয়ে চিন্তা করতে না হয়। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দরিদ্র মানুষগুলোর অসহায়ত্ব কাটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আট জেলার চার হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭