ডেক্স রিপোর্টঃ
আপডেট: ২০২২-০৬-১৮ , ১১:৩০ এএম
১৩ জুন ২০২২ রাঙামাটিতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে অর্ক চাকমা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বজ্রপাতে তার আকস্মিক মৃত্যু হয়। অর্ক চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বহিরাচর এলাকার বাসিন্দা। সে রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র। নিহত অর্ক চাকমার সহপাঠী বিধান চাকমা জানান, সোমবার সন্ধ্যার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ঝড়োবাতাস আর বজ্রপাতের কবলে পড়ে তারা। এসময় বজ্রপাতে সে মারা যায়। ৩০ নম্বর সারোয়াতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুল বিহারী চাকমা জানান, বিকেল পাঁচটার দিকে প্রচুর ঝড়োবাতাস হয়, তখন বজ্রপাতে অর্ক চাকমা মারা যায়। তার অকাল মৃত্যুতে রাঙামাটি সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ও ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭