ডেক্স রিপোর্টঃ
আপডেট: ২০২২-০৬-১৮ , ১১:৩৩ এএম
ক্যসাই উ মার্মা রুমা উপজেলা প্রতিনিধি।
চাষীদের জন্য মঙ্গল ও উন্নয়নের লক্ষ্যে কৃষি সম্প্ররণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে। তার একটি অংশ হচ্ছে চাষিদের বিভিন্ন ভ্রাম্যমান সেমিনার করা। যদি আবহাওয়া সম্পর্কে কৃষকেরা সচেতন হয়। তবেই কোনো সাইক্লোনে বা তুফানে কৃষকের ফসল নষ্ট হবেনা। তাই কোনো বীজ বপন ও ফলন তোলার আগে আবহাওয়ার সার্বক্ষনিক তথ্য পেতে বিএএমআইএস ওয়েবসাইট ভিজিট করতে হবে। বান্দরবানের রুমায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রোভিং সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুন ইসলাম এসব কথা বলেন। বুধবার বেলা ১১ টায় রুমা উপজেলা অডিটোরিয়াম এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় এ সেমিনারটি আয়োজন করা হয়। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক উর্দ্ধতন কর্মকর্তা তানহারুল ইসলাম লেলিন। স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, চাষি, সার ডিলার, উদ্যোক্ত ও স্থানীয় সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। পরে সেমিনারে অংশ গ্রহণকারীদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের সম্মানী প্রদান করা হয়।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭