ছোট মহেশখালী আন্তঃহাউজ এম.পি ট্রফি এর পয়েন্ট তালিকা শেষেরদিকে জমে উঠেছে।
নিউজ ডেক্স
আপডেট: ২০২১-০৮-২৯ , ১০:১৪ পিএম
মহেশখালী
মহেশখালী প্রতিনিধি।
মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম.পির পৃষ্ঠপোষকতায়, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার এনামুল করিমের সৌজন্যে শ্রমিকনেতা জামাল উদ্দীন সুমন, ইমাম হোছাইন ও ইমরান উল্লাহর সার্বিক পরিচালনায় "ছোট মহেশখালী আন্তঃহাউজ ফুটবল টুর্ণামেন্ট-২১ এম.পি ট্রফি" এর ৮ম ম্যাচ পৌরমেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার প্রতিষ্ঠিত গোরকঘাটা জননেত্রী শেখ হাসিনা ষ্টেডিয়ামে অনুষ্টিত হয়। লাল দল এবং সবুজ দলের খেলায় সবুজ দল ১-০ গোলে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সবুজ দলের জিশান। উভয় দল ভালো খেলা উপহার দেওয়ায় লাল দলের ম্যানেজার মকছুদ মিয়া এবং সবুজ দলের ম্যানেজার আব্দুল করিম আয়োজক কমিটি, খেলোয়াড়, মাননীয় এমপি মহোদয় ও জনাব মাষ্টার এনামুল করিমকে ধন্যবাদ জানান।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭