গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়েনে ছিনতাই..
মোঃশাহারিয়া ইসলাম শুভ
আপডেট: ২০২১-০৯-২৯ , ০৮:০৮ পিএম
মোঃশাহারিয়া ইসলাম শুভ গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুর জেলায় কালিয়াকৈর থানায় মৌচাক ইউনিয়নে চা বাগান রোডের এনকে গারমেন্টস এর সামনে ছিনতাই ঘটে,। নাজমা বানু (২৫) নামে একজন নারী তার ছোট মেয়ে কে সাথে নিয়ে সকালে ৯ঃ০০ টায় বাজারে জান, বাজার থেকে ফিরে আসার সময়ে ২ জন যুবক তার পথ আটকায়, এবং জিজ্ঞেস করে নাজমা বানুকে বিসমিল্লাহ গার্মেন্টস কথায়, তিনি বলেন এ নামে কোনো গার্মেন্টস নেই এখানে,। এ কথা বলার পরেই ওঐ যুবক তার পকেটে থেকে ১ টি রুমাল বেরকরে নাজমা বানুর মুখের সামনে ধরে, নাজমা বানু অচেতন হয়ে পরে,নাজমা বানুর সাথে থাকা মেয়ের কান্না কাটি শুনে স্থানীয় জনতা নাজমা বানুকে উদ্ধার করে সুস্থ করে তোলে, পরে নাজমা বানু সুস্থ হয়ে দেখে তার কানের দুল গলার চেইন সরনালংকার, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ২ যুবক।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭