সিলেট জৈন্তাপুর তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট। বালাই ব্যবস্তাপনা বিষয়ের সুনামধন্য শিক্ষক মোঃ খসরুল আলম স্যারের বিদায়ী সংবর্ধনা।
ইমরান আহমদ
আপডেট: ২০২১-১০-০২ , ০৯:০৬ পিএম
বিশেষ প্রতিনিধি ইমরান আহমদ এর রিপোর্টে
সিলেটের কুলাউড়া উপজেলায় উপ-সহকারি কৃষি অফিসার পদে যোগদান করায় তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট এর শিক্ষাথীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের পরিচালনা করেন অত্র কলেজের কৃষি ৭ম পর্বের মেধাবী ছাত্র মোঃ মাহবুব মুরশেদ , এবং সভাপতিত্ব করেন উক্ত কলেজের মেধাবী ছাত্র গোলাম মোঃ কিবরিয়া, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র কলেজের সুনামধন্য প্রিন্সিপাল এম.এইচ.সিদ্দিকী মেনন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র কলেজের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ মোঃ আজহারুল ইসলাম, নাফিসা ইইয়াসমিন,জুয়েল মন্ডল, সাথী পাল, সুমাইয়া আহমেদ, নমিতা নাহিয়াং সহ উক্ত কলেজের কৃষি ০৭ পর্বের ছাত্র-ছাত্রী ইমরান আহমদ, সুমন মিয়া,আনোয়ার সালেহ, মোঃমিজান আহমদ, মোছাঃ জামিলা সহ আর অনেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭