ঢাকার মাদক সম্রাটের গডফাদার মিজানুর রহমান সুমন
নিউজ ডেক্স
আপডেট: ২০২১-১০-১২ , ০৭:১৭ পিএম
মিজানুর রহমান সুমন মাদকের সম্রাট। পুরো ঢাকা তার কথায় চলে। এই মিজান এক সময় খুব অসহায় ছিলো। ২০১০ সালে RAB 3 এর হাতে নয়া পল্টন থেকে ৬১০ পিস ইয়াবা সহ আটক হয়। নিজের মুখের শিকারক্তি প্রদান করে মিজানুর জানান যে, প্রতি সাপ্তাহিক চালানে ৪০ থেকে ৪৫ লক্ষ টাকার মাদক সাপ্লাই দেয় সে। বর্তমান ঢাকা শহরে কায়েকটা প্লেট, বাড়ি, গাডির মালিক মাদক সম্রাট মিজানুর রহমান সুমন। বর্তমান ঢাকার মাদকের গডফাদার সে। তাকে পুলিশ এবং ডিবি, এবং RAB তাকে খুঁজে পায় না। সে এখন ধরা ছোয়ার বাইরে। জানা যায়, মিজানুর রহমান সুমন এর নিজ বাড়ি চাদপুর জেলার হাজিগন্জে, তার পিতা মুফিজুর রহমান। পুরো পরিবারই মাদকের সঙ্গে জড়ত বলে খবর পাওয়া যায়। জানা যায়, সে একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা ও দুটি মারামারির মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে রাজধানীর ঢাকা ও এর আশেপাশে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়াও মিজানুর রহমান সুমন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অনুসন্ধানে বেরিয়ে আসে। এই মাদক সম্রাট মিজানুর রহমান সুমন এর বিরুদ্ধেই একাধিক জাতীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছিল। তবুও সে পলাতক রয়েছেন। আর আইনের শাসন তাকে খুঁজছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন। আশা করা যাক, অতি শীঘ্রই এই মাদক কারবার বন্ধ সহ মাদকের গডফাদার মিজানুর রহমান সুমন কে আইনের আওতায় আনার প্রচেষ্টা সফল হবে।
Publisher & Editor:
চেয়ারম্যান আজগর আলি মানিক ০১৮৭২৬৩৭৩১০#০১৯৪২৩৩৫৪৬৩
Contact Address
জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা
স্টুডিও৮৫ নয়া পল্টন ঢাকা
রেজিষ্ট্রেশন নাম্বার ১৪১৪৫২/২০১৭